logo

Bangladesh Air Force Shaheen College Shamshernagar

EIIN : 135720 || School Code: 3024 || College Code: 2303 || ESTD : 2011

Message of the Principal

Message of the Principal

بِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ

বিসমিল্লাহির রাহমানির রাহিম।

আসসালামু আলাইকুম। 

একটি দেশ ও জাতির উন্নয়নের মূল চালিকাশক্তি হচ্ছে সে দেশের মানব সম্পদ। আধুনিক বিশ্বের প্রেক্ষাপটে উত্তোরোত্তর সাফল্যের সর্বোচ্চ চূড়ায়  উত্তরণের লক্ষ্যে জ্ঞান-বিজ্ঞান ও তথ্য প্রযুক্তির সমন্বয়ে উন্নত জাতি হিসেবে বিশ্ব আসনে নিজেদের অবস্থানকে প্রতিষ্ঠিত করতে হলে প্রয়োজন সুশিক্ষার আলোয় জাতির আগামী প্রজন্মকে প্রস্তুত করা। একবিংশ শতাব্দীর এই চ্যালেঞ্জ মোকাবেলায় বাংলাদেশ বিমান বাহিনী পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানের ভূমিকা প্রশংসার দাবিদার। বিএএফ শাহীন কলেজ শমশেরনগর সিলেট বিভাগের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের একটি। প্রকৃতির সুনিবিড়ি ছায়াতলে, নান্দনিক অবকাঠামো নিয়ে ২০১১ সাল থেকে পরিচালিত এই শিক্ষা প্রতিষ্ঠানটি সিলেট বিভাগের শিক্ষাক্ষেত্রে আশার আলো জাগিয়েছে। “শিক্ষা, সংযম, শৃঙ্খলা”এই মূলমন্ত্র ধারণ করে উন্নত মানব সম্পদ গড়ার লক্ষ্যে এবং আধুনিক প্রযুক্তি নির্ভর সুশিক্ষার আলো অত্র এলাকার সাধারণ জনগণের দ্বারপ্রান্তে পৌঁছে দেয়ার জন্য শিক্ষা কার্যক্রম অব্যাহত রেখেছে। অতি অল্প সময়ে বিভিন্ন পাবলিক পরীক্ষায় এবং সহপাঠ কার্যক্রমে সুনাম অর্জন করেছে। এরই ধারাবাহিকতায় পর পর তিন বার মৌলভীবাজার জেলার শ্রেষ্ঠ কলেজ এবং ২০১৮ সালে সিলেট বিভাগের শ্রেষ্ঠ কলেজ হিসেবে স্বীকৃতি পেয়েছে। এ সাফল্য এসেছে বাংলাদেশ বিমান বাহিনী কর্তৃপক্ষ এবং কলেজ পরিচালনা পর্ষদের সঠিক দিক নির্দেশনায় আমাদের শিক্ষার্র্থী, অভিভাবকবৃন্দ, মেধাবী শিক্ষকবৃন্দ এবং প্রতিষ্ঠান সংশ্লিষ্ট সবার সম্মিলিত ও ঐকান্তিক প্রচেষ্টায়। জাতীয় শিক্ষানীতির আলোকে অত্র প্রতিষ্ঠান যোগ্য শিক্ষক নির্বাচন, শিক্ষকদের জ্ঞান ও দক্ষতা বৃদ্ধির নিমিত্তে বিভিন্ন বিষয়ভিত্তিক ও বুনিয়াদি প্রশিক্ষণসহ উচ্চতর শিক্ষা অর্জনে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ ও বাস্তবায়ন করেছে। শিক্ষার্থীদের জন্য নিরাপদ ও শিশুবান্ধব শিক্ষার অনুকূল পরিবেশ তৈরির ক্ষেত্রে এই শিক্ষা প্রতিষ্ঠানে উন্নত মানের আধুনিক ভৌত অবকাঠামো ও সুদৃশ্য মনোরম পরিবেশের পাশাপাশি শিখন প্রক্রিয়া আধুনিকীকরণ করা হয়েছে। যুগোপযোগী শিক্ষা, শারীরিক, মানসিক ও সাংস্কৃতিক প্রতিভা বিকাশে শিক্ষার বিভিন্ন স্তরে বাঙালী ঐতিহ্য, সংস্কৃতি, স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনাকে লালন করে আসছে বিএএফ শাহীন কলেজ শমশেরনগর। যার ফলশ্রæতিতে আমাদের শিক্ষার্থীরা আন্তঃ শাহীন প্রতিযোগিতাসহ স্থানীয় ও জাতীয় পর্যায়ে বিভিন্ন প্রতিযোগিতায় দেশ সেরা হওয়ার গৌরব অর্জন করে আসছে। শিক্ষার মান উন্নয়নে মাল্টিমিডিয়া ক্লাসরুমে পাঠদান প্রক্রিয়া অব্যাহত রয়েছে। এছাড়া সমৃদ্ধ গ্রন্থাগার, কম্পিউটার ল্যাব, পর্যাপ্ত শিক্ষা উপকরণ ও খেলাধুলার সামগ্রী, কালচারাল ক্লাব, বিতর্ক ও কুইজ ক্লাব, ইংলিশ ল্যাংগুয়েজ ক্লাব ও বিষয় ভিত্তিক বিজ্ঞান ক্লাবসমূহ কোমলমতি শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকাশে অবদান রাখছে। প্রতিষ্ঠানে বিভিন্ন বাদ্যযন্ত্র, প্রশস্ত মাঠ, বাস্কেটবল গ্রাউন্ড, শরীরচর্চা ও খেলাধুলার নিয়মিত আয়োজন শিক্ষার্থীদের মন ও মানসকে সর্বদা উজ্জীবিত রাখতে সক্ষম হয়েছে। কচি কাঁচা শিক্ষার্থীদের সাহিত্য ও সংস্কৃতি চর্চার প্রতিফলন ঘটে প্রতি বছর কলেজ বার্ষিকী “ছায়াতরু”প্রকাশনার মাধ্যমে।

শিক্ষার গুণগত মানবৃদ্ধি ও সুদক্ষ নাগরিক সৃষ্টির উদ্দেশ্যে এই প্রতিষ্ঠান সর্বদা সচেষ্ট। বাংলাদেশ বিমান বাহিনীর সুদক্ষ পরিচালনায় বিএএফ শাহীন কলেজ শমশেরনগর আগামীতে শিক্ষাক্ষেত্রে বিশ্বমানের শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে আবির্ভূত হবে, এ আমার প্রত্যশা।

আমি অত্যন্ত আনন্দিত যে, অত্র কলেজের সকলের জন্য সেবা সহজতর করা ও শিক্ষা ব্যবস্থাপনার মানোন্নয়নের লক্ষ্যে কলেজ ওয়েবসাইটটির আরও উন্নত সংস্করন চালু করতে পেরেছি। আমি আশা করি, এই ওয়েবসাইটটি একাডেমিক সমৃদ্ধি ও শ্রেষ্ঠত্ব অর্জনে যথাযথ সহায়তা করবে এবং শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকগণকে অত্যাবশ্যক সব তথ্য সরবরাহ করবে। পরিশেষে, অত্র কলেজকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সমৃদ্ধ শিক্ষা প্রতিষ্ঠানে রূপান্তর করার প্রয়াসে সংশ্লিষ্ট সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ। 

 

গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ নূর উল্লাহ, পিএসসি

অধ্যক্ষ

বাংলাদেশ বিমান বাহিনী শাহীন কলেজ শমশেরনগর

Total Views : 7828

© 2023 - Bangladesh Air Force Shaheen College Shamshernagar & All Rights Reserved. Developed by Desh Universal (Pvt.) Limited.

Scroll to top